সকাল ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত Efootball order নেওয়া হয় । এরপর অর্ডার করলে আগামীকাল অর্ডারের কোড/অর্ডার কম্পিল্ট হবে । আর আপনি চাইলে অর্ডার দিয়ে রাখতে পারেন ২৪ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন
You can order from 10 AM to 12:00 PM and then don’t order again, even if you do, you will get delivery within 24 hours, no problem.
নিয়মগুলো পড়ে অর্ডার করবেন :
ANDROID & IOS USER দুইটা আলাদা কয়েন এবং দাম ও আলাদা এবং আপনি Android এ কয়েন কিনলে তা Android এই দেখাবে Ios এ দেখাবে না ।Ios এর খেত্রেও সেম।এই গেমের টপআপ সিস্টেম আলাদা ।এই গেমে মেইল পাস দিয়ে লগইন করার পর কোড দেওয়ার মাধ্যমে টপআপ হয় । কিন্তু এই টপআপে ২টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ লগইনের খেত্রে.ইভেন্ট প্যাক এবং Starter pack/নরমাল ইভেন্ট ছাড়া প্যাকের জন্য আলাদা কোড লাগবে ।
- ১আমরা যখন গেমে মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করব তখন মেইলে যে কোডটি যাবে তা ৫মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যায় । তাই ৫মিনিটের আগেই ১/২মিনিটেই কোডটি দিতে হবে দেরি করা যাবে না। দেরি করলে আবার কোড লাগবে । কোড ১-২৪ঘন্টার মধ্যে যেকোনো সময় পাঠানো হবে তাই রেসপন্স করবেন সাথে সাথে কোন নির্দিষ্ট সময় নেই এই সময়ের মধ্যে।তাই আমাদের অর্ডার করার পর #Order নাম্বারসহ WHATSAPP এ যোগাযোগ করবেন অর্ডার করার পর।
- গেমে টপআপের সময় কোনো মতে গেমে লগইন করা যাবে না । যখন আমরা ডান বলবো তখনই লগইন করবেন । কারণ লগইন করলে আমাদের গেম থেকে বের করে দিবে তাই আবার নতুন করে কোড দিয়ে লগইন করতে হবে যার কারণে আপনাকে নতুন করে লগইনের জন্য আবারো অপেক্ষা করতে হবে । লগইন করার পর ১-২৪ ঘন্টার মধ্যে ডান হবে ।
- অর্ডার ডান কিভাবে বুঝবো ? অর্ডার করার পরে পেমেন্ট করলে Processing দেখাবে । অর্ডার কমপ্লিট হলে Completed লেখা দেখাবে আপনার ওয়েবসাইট প্রফাইলে এবং আপনার মেইলে মেসেজ যাবে ।
- অর্ডার কম্পলিট হলে নিজ দায়িত্বে পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন।আমাদের টপআপের কোনো দায়িত্বে নেই। (পাসওয়ার্ড না চেঞ্জ করে কিছুদিন পর ভাই আমার একাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ / আপনাদের থেকে সবসময় কিনি তাই পাসওয়ার্ড চেঞ্জ করি নাই এইসব বলে লাভ নাই তাই টপআপ করার পাসওয়ার্ড চেঞ্জ করবেন অন্ধ ট্রাষ্ট করতে হবে না )
১./. আরেকটা কথা হল নরমাল ডেলিভারি টাইম ১ ঘন্টা থেকে ২ ঘণ্টার মাধ্যমে যদি ওর্ডারে কোন চাপ থাকে সার্ভার ইস্যু থাকে তাহলে ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন
1 / Another thing is that normal delivery time is 1 hour to 2 hours if there is any pressure on the order or server issue then you will get delivery within 1 hour to 24 hours.
Reviews
There are no reviews yet.